লুইস ঝড়ে সিরিজে ফিরল ক্যারিবীয়রা

পপুলার২৪নিউজ ডেস্ক:

টিনেজার শাদাব খানের ঘূর্ণিজাদুতে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।

কিন্তু তৃতীয় ম্যাচে শাদাব জ্বলে উঠতে পারেননি, পাকিস্তানও জেতেনি। এদিন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ঝড়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে চার ম্যাচ সিরিজে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস জিতে পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন কামরান আকমাল। এছাড়া বাবর অঅজম ৪৩ ও ফকর জামান ২১ রান করেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে স্যামুয়েল ব্রাদি দুটি এবং কেরসিক উইলিয়ামস, কার্লোস ব্রাফেট, সুনীল নারিন ও স্যামুয়েল প্রত্যেকে একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে দলীয় দুই রানে ফিরে যান ওয়ালটন। এরপরই পাক বোলারদের ওপর চড়াও হন ওপেনার এভিন লুইস। তার কাছেই অসহায় আত্মসমর্পণ করেন ওয়াহাব রিয়াজ, শাদাব খানরা।

মাঝে ১৮ রান করে ফেরেন মারলন স্যামুয়েলস। আর দলকে জয়ের বন্দরে রেখে দলীয় ১৩৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে লুইস সাজঘরে ফেরেন ৯১ রান করে।

মাত্র ৫১ বলের এই ইনিংস তিনি সাজান ৯টি ছক্কা ও ৫টি চারে। লুইসের ফিরে যাওয়ার পর ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি অভিষিক্ত জেসন মোহাম্মদ (১৭) ও লিন্ডন সিমন্সের (৪)।

পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন শাদাব খান, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজ। ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস।

পূর্ববর্তী নিবন্ধআজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস
পরবর্তী নিবন্ধহরতালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক ৭