হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
ভুমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নসহ ভুমি সেবায় সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মিমিত্তে মুকসুদপুরে ভুমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষ্যে মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণ্যাঢ্য র্যালি। শনিবার সকালে ঢোলসহরত বাজিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে উপজেলা ভুমি অফিস পর্যন্ত গিয়ে আলোচনা সভায় মিলিত হন। সহকারি কমিশনার ভুমি মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পিরষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান। র্যালিতে মুকসুদপুর উপজেলা ১১ তহসিলের ভুমি কর্মকর্তা, উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং স্থানীয় সাংবাদিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।