পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া:
রাজধানীতে সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সাক সবজির দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা কেজিতে। দাম কমার তালিকায় রয়েছে আমদানিকৃত রসুন ও দেশি পেঁয়াজ। শনিবার রাজধানীর মিরপুর পিরেরবাগ, ফার্মগেট ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। সবজি ব্যবসায়ীরা বলেছেন, শীত মৌসুম শেষ হওয়ায় বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। এজন্য দাম বাড়তি। বাজারে টমেটো ৪৫ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, শিম ৫৫ থেকে ৬০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স, ঝিঙ্গা ৫৫ থেকে ৬০ টাকা, আলু ১৫ থেকে ১৮ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৫৫ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা, কাকরোল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। পিরেরবাগের সবজি বিক্রেতা হায়দার হোসেন বলেন, শীত মৌসুম শেষে এখন গরম শুরু হয়েছে। এ সময় সবজির উৎপাদনে কিছুটা বিরুপ প্রভাব পড়ে। ফলে বাজারে চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ কম থাকে। এজন্য সবজির দাম বেড়েছে। তবে দাম কমার তালিকায় রয়েছে আমদানিকৃত রসুন ও দেশি পেঁয়াজ। কেজিতে ১০ টাকা কমে আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা ও দেশি পেঁয়াজ ৪ টাকা কমে ২০ থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হয়। অন্যান্য নিত্যপণ্যের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ থেকে ১০৬ টাকা, ৫ লিটারের বোতল ৪৯০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মসুর ডাল ১১৫ থেকে ১২৫ টাকা, আমদানিকৃত নেপালি মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা, তুরস্ক/কানাডার বড় দানা মসুর ডাল ৮০ থেকে ৯০ টাকা, মুগ ডাল (দেশি) ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে আকার ভেদে প্রতি কেজি রুই ও কাতল ২৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা ১৮০ টাকা; সিলভার কার্প ১৫০ টাকা থেকে ২০০ টাকা; চাষের কৈ ১৮০ টাকা থেকে ২৫০ টাকা, পাঙ্গাস ১৩০ থেকে ১৮০ টাকা, দেশি মাগুর ৬০০ টাকা থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হয়। মাংসের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসী ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৫৫ টাকা, লেয়ার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়।