পপুলার২৪নিউজ ডেস্ক :
পেরুর বর্তমান প্রেসিডেন্ট হোরাসিও কার্তেজের পুনঃনির্বাচনের সুযোগ দিতে সংবিধান সংশোধনের বিষয়ে গোপন ভোট নেয়ার ঘটনায় দেশটির পার্লামেন্টে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার দিনের বেলা সংবিধান সংশোধনীর পক্ষে ভোট নেয়া হয়। এ জন্য সিনেটের পরিবর্তে কংগ্রেসে একটি রুদ্ধদ্বার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।
সংশোধনী অনুমোদনের পরপরই রাজধানী আসুনসিওনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ে শত শত বিক্ষোভকারী।
এক পর্যায়ে কংগ্রেস ভবনে ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় তারা।
যেসব আইনপ্রণেতা সংবিধান সংশোধনী সমর্থন করেছেন, বেছে বেছে তাদের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পরে গভীর রাতে বিক্ষোভকারীরা কংগ্রেস ভবন ছেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত ৩০ বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়েছেন।
এদিকে পার্লামেন্টে আগুন দেয়া ছাড়াও আসুনসিওনসহ প্যারাগুয়ের বিভিন্ন জায়গায় রাতভর বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।