পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের চলমান নানা ইস্যু নিয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলেন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টায়র রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য ও জাসাসের সহসভাপতি শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানান।
এর আগে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানের ফ্লাইটে স্ত্রী রাহাত আরাকে নিয়ে দেশে ফিরেন মির্জা ফখরুল।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ জানান, গত ২৬ মার্চ রাতে ফখরুল সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত শারীরিক চেকআপ সারেন, ঘাড়ের ক্যারোটিভ আর্টারি ও লিভার জটিলতার চিকিৎসা নেন।
গত বছর কারাগারে বন্দি থাকাবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে সুপ্রিম কোর্ট তার অসুস্থতা বিবেচনায় করে তাকে জামিন দেন।
এরপর তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরে কয়েকদফা চিকিৎসার জন্য যান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ছয় মাস পর পর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হয়।
সর্বশেষ গত বছরের ৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে যান। ওই সময়ে তিনি সিঙ্গাপুরে র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেন।