পপুলার২৪নিউজ ডেস্ক:
মাত্র কিছুদিন আগে এই কিপার মুশফিককেই সমালোচনায় জর্জরিত হতে হয়েছে। এমনকী অনিচ্ছসত্ত্বেও কিপিং গ্লাভস খুলে রাখতে হয়েছিল। অথচ আজ বাংলাদেশের সিরিজ জয়ের মিশনে দুই দুটি ব্রেক থ্রু এনে দিলেন ‘কিপার’ মুশফিকুর রহিম। দিনেশ চান্দিমালকে ফেরানোর পর তার ঝড়ো গতির স্টাম্পিংয়ের শিকার হলেন মিলিন্দা শ্রীবর্ধনা। টসে হেরে ঝড়ো ব্যাটিং শুরু করা শ্রীলঙ্কা এখন ব্যাকফুটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের রান ৩১ ওভারে ৪ উইকেটে ১৬২
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। আগের দুই ম্যাচের মত শুরুতে সাফল্য এনে দিতে পারেননি অধিনায়ক মাশরাফি। আজ নতুন বলে ম্যাশের সঙ্গে বোলিং ওপেন করেও আগের মতোই নখদন্তহীন মুস্তাফিজ। এই সুযোগ ব্যাটিং তাণ্ডব শুরু করেন দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং দানুশকা গুনাথিলাকা। ওপেনিং জুটিতে এসেছে ৭৬ রান। এরপরেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে ৩৮ বলে ৩ চার এবং ১ ছক্কায় ৩৪ রান করে মাহমুদ উল্লাহ রিয়াদের তালুবন্দি হলেন দানুশকা গুনাথিলাকা।
এরপর কম সময়ের ব্যবধানে অসাধারণ এক ডেলিভারিতে বিপজ্জনক উপুল থারাঙ্গাকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। এর আগে কয়েকটি শর্ট বল করে ব্যাক ফুটে নিয়ে যান বাঁহাতি ব্যাটসম্যানকে। এরপর দারুণ গতির একটি ফুল লেংথ বলে উড়ে যায় থারাঙ্গার স্টাম্প। এরপর সাকিব আল হাসানের বলে তাসকিন থ্রো আর মুশফিকের দ্রুতগতির আঘাতে রানআউট হয়ে যান ৩৫ বলে ২১ রান করা চান্দিমাল। ২৫ রানের ব্যবধানে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার বদলি ফিল্ডার শুভাগত হোমের থ্রোতে ঝড়ের গতিতে স্টাম্পে বল লাগান মুশফিক। ফিরে যান ১৬ বলে ১২ রান করা শ্রীবর্ধনা।