পপুলার২৪নিউজ ডেস্ক:
তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নেমেছে মাশরাফি বাহিনী।
শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে লংকানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক মাশরাফি।
আমন্ত্রণে সাড়া দিয়ে স্বাগতিকদের হয়ে ব্যাটিংয়ে নামা দানুশকা গুনাতিলাকা এবং উপল থারাঙ্গার ব্যাটে উড়ন্ত সূচনা হয় লংকানদের।
তবে ম্যাচের তৃতীয় ওভারেই ফিরে যেতে পারতেন গুনাতিলাকা। যদি তার স্ট্রেইট ব্যাটের সরাসরি ক্যাচটি ধরতে পারতেন মাশরাফি।
এরপর দুই লংকান ওপেনার বেশ চড়াও হয়ে খেলার চেষ্টা চালান। দু’জনের মারকুটে ব্যাটিংয়ে ১০ ওভারেই ৭০ রানের বেশি উঠে যায়।
অবশ্য অন্যপ্রান্ত থেকে একটি ব্রেকথ্রুর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন টাইগার বোলাররা।
এরই ফলশ্রুতিতে ১১তম ওভারে মেহেদী মিরাজের ঘূর্ণি জাদুতে বধ হয়ে সাজঘরে ফেরেন গুনাতিলাকা। ভাঙে লংকানদের প্রথম জুটি।
মিরাজের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে অবশ্য দলের ভালো একটি শুরু এনে দেয়ার পাশাপাশি নিজের ঝুলিতে ৩৪টি রান পুরেন গুনাতিলাকা।
১২ ওভার শেষে লংকানদের সংগ্রহ ৭৯ রান। থারাঙ্গা ৩২ ও কুশাল মেন্ডিস ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
এর আগে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শনিবার ভোরে হালকা বৃষ্টি হয়। তবে সকালে সূর্য উঠেছে। মাঠ শুকাতে একটু দেরি হওয়ায় আধা ঘণ্টা দেরিতে খেলা শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই খেলছে। তবে শ্রীলংকা দলে একটি পরিবর্তন এসেছে। নুয়ান প্রদীপের জায়গায় একাদশে ঠাঁই পেয়েছেন সেকুগে প্রসন্ন।
তিন ম্যাচ সিরিজের একটি বৃষ্টি ভেস্তে দিয়েছে। আরেকটিতে বাংলাদেশ দাপটের সঙ্গে ৯০ রানে জিতেছে।
ফলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে।
জিততে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। আট বছর পর বিদেশের মাটিতে সিরিজ জেতা হবে মাশরাফিদের। সঙ্গে আরও শক্ত হবে র্যাংকিংয়ে সপ্তম অবস্থান।
তবে ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডের মতো আজকের দিনের ম্যাচটিও যদি বৃষ্টির কারণে না হয়, তাতেও লাভ হবে বাংলাদেশের। একটা ম্যাচ জিতেই প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।