কুমিল্লায় চলছে বোমা নিষ্ক্রিয়করণ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুমিল্লার কোটবাড়ির অদূরে দক্ষিণ বাগমারায় জঙ্গি আস্তানায় পাওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।

শনিবার সকাল ৯টার দিকে এ কাজ শুরু করে বোমা ডিজপোজাল ইউনিট।

এর প্রায় আধা ঘণ্টা পর ওই স্থানে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। আগের মতোই বাড়িটির আশপাশ এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন জানান, দুপুর নাগাদ বোমা নিষ্ক্রিয়করণের কাজ শেষ হবে। এরপরই অপারেশন ‘স্ট্রাইক আউট’র সমাপ্তি ঘোষণা করা হবে।

এর আগে শুক্রবার বিকালে কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত করা হয়েছিল।

অভিযানে ওই বাড়িতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে দুই জঙ্গির ব্যবহৃত কক্ষে দুটি ৫ কেজি ওজনের বোমা, ৪টি গ্রেনেড এবং ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধসোনার কমোড পাহারা দিতে নিরাপত্তারক্ষী!
পরবর্তী নিবন্ধবিদ্যা বালানের বেগমজানে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড