পাকিস্তানের সঙ্গে সিরিজ সম্ভব নয়: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে কোনো সিরিজ আয়োজন সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি ২০১৪ অনুযায়ী চলতি বছরের শেষ দিকে পাকিস্তানে হোম সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। তবে সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তানে কোনো দেশ খেলতে যেতে রাজি না হওয়ায় দুবাইয়ে হোম সিরিজ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

আবেদনে সেপ্টেম্বর অথবা নভেম্বরে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার আগ্রহের কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে অনুমতি দিতে নারাজ দেশটির সরকার।

হংসরাজ আহির বুধবার পার্লামেন্ট ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দুদেশের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক সম্পর্ক, তাতে অচিরেই ক্রিকেট সিরিজ আয়োজন সম্ভব নয়।

প্রসঙ্গত, পাকিস্তানে সন্ত্রাসী হামলার কারণে কোনো দেশই সেখানে খেলতে যেতে রাজি নয়। তাই দুবাইকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।

এর আগে ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের পক্ষ থেকে সিরিজ আয়োজনের কথা বলা হলেও রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত বছরের শেষের দিকে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে অনেক আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি।

সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয় ভারত। আর দুই দেশ ওয়ানডে সিরিজ খেলে ২০১২-১৩ মৌসুমে। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়। যে ম্যাচে ভারত জয়লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধনিজের মাথায় গুলি চালিয়ে কনস্টেবলের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপন অনুমোদন