ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

 পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)  ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে  একের পর এক সিরিজ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান, সমঝোতা স্মারক এবং আইসিসি নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আইনি ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আমরা বিসিসিআইয়ের বিপক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

লাহোরে পাকিস্তানি মিডিয়ার সঙ্গে আলাপকালে শাহরিয়ার খান বলেন, আমরা সব সময়ই চাই ভারতের সঙ্গে খেলতে; কিন্তু নির্ধারিক সূচি অনুযায়ী ইতিমধ্যেই তারা দু’বার আমাদেরকে প্রত্যাখ্যান করেছে।

শাহরিয়ার খান বলেন ভারত-পাকিস্তান সিরিজের আর কোনো সম্ভাবনা নেই।   ২০১৪ সালে দু দেশের ক্রিকেট বোর্ড যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল, ৮ বছরে ৬টি সিরিজ খেলার বিষয়ে- সেটা সামনে আনলে দেখা যাচ্ছে ভারত সরকারের কথা বলে বিসিসিআই ইতিমধ্যে দুটি সিরিজ প্রত্যাখ্যান করেছে। তৃতীয় সিরিজও সাম্প্রতিক পরিস্থিতির দোহাই তুলে না খেলার পায়তারা করতেছে। সুতরাং, এই পরিস্থিতিতে আমাদেরকে আইনি পথে হাঁটাছাড়া কোনো উপায় নেই। আমরা ক্রিকেট খেলতে চাই। এ কারণে প্রথমে তাদেরকে আইনি নোটিশ পাঠানো হবে।   পিসিবি প্রথমে এ বিষয়ে আইসিসির দ্বারস্থ হবে। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধমেসির শাস্তিকে ‘ভয়ংকর’ বললেন ম্যারাডোনা
পরবর্তী নিবন্ধকুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু