আসছে বাজেটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পাঁচগুণ বাড়ছে:অর্থমন্ত্রী

পপুলা২৪ নিউজ প্রতিবেদক :

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পাঁচগুণ বাড়ছে

আসছে বাজেটে (২০১৭-১৮) সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পাঁচগুণ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এনজিও কর্মীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বর্তমান ফি’র চেয়ে দুইগুণ বাড়নোর প্রস্তাব করলে অর্থমন্ত্রী বলেন, দুইগুণ না, পাঁচগুণ বাড়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘‌‌‌আপনি আমার বিসিবির চাকরিটা কেড়ে নিতে চাচ্ছেন’
পরবর্তী নিবন্ধউপকূলে আরও মুজিব কেল্লা নির্মাণ হবে : মায়া