পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হজের প্রাক-নিবন্ধনের জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত বিজনেস অটোমেশনের অধীনে আইটি ফার্ম চূড়ান্ত নিবন্ধন না করার ঘোষণা দিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার।
তিনি বলেন, বিজনেস অটোমেশনের অধীনে আইটি ফার্মের তালিকা বাতিল করে নতুন করে নিয়োগ দিতে হবে।
এর পাশাপাশি হজ ব্যবস্থাপনার শৃংখলা ফিরিয়ে আনতে ধর্মসচিব আব্দুল জলিলের অপসারণ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশী হজযাত্রীদের কোটা আরও ৫০ হাজার বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
হজ এজেন্সি মালিকদের এই সংগঠনের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাসচিব শেখ মো. আব্দুল্লাহ।