রেফারিকে গালি দিইনি: মেসি

পপুলার২৪নিউজ ডেস্ক:
অবশেষে মুখ খুললেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ করে তিনি গালি দেননি। বরং হতাশা থেকে স্বগতোক্তি করেছেন।

আর্জেন্টিনার দৈনিক লা ন্যাসিওন মেসিকে উদ্ধৃতি করে লিখেছে, ‌‘আমার মন্তব্য কখনোই সহকারী রেফারিকে উদ্দেশ করে ছিল না। আমার মন্তব্যগুলো আমি আপন মনে আওড়াচ্ছিলাম।’

রেফারিকে অশালীন গালি দেওয়ার অপরাধে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। বলিভিয়ার বিপক্ষে গত ম্যাচে মেসি ছিলেন না। থাকতে পারবেন না আর্জেন্টিনার বাছাইপর্বের শেষ চারটি ম্যাচের তিনটি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে। এএফএর জাতীয় দল কমিটির প্রধান মার্সেলো তিনেল্লি বলেছেন, সব হিসাব করে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন মেসির শাস্তি কমানো সম্ভব হয়। এ কারণে সময় নিচ্ছে এএফএ। আর্জেন্টিনার বাছাইপর্বের পরবর্তী ম্যাচের খেলাগুলোও এখনো বেশ দেরিতে। ফলে সময়ও আছে। গুছিয়ে নিয়েই ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটির বিরুদ্ধে লড়তে চায় তারা।

ক্রীড়া দৈনিক ওলেকে তিনেল্লি বলেছেন, ‌‘আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আপিল করব, কারণ এটা অন্যায়, অযৌক্তিক। মেসি এর আগে কখনোই এমনটা করেনি। আমরা এএফএর আইনজীবী এবং ক্রীড়া আইনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। এই রায়ে আমরা সবাই বিস্মিত, কারণ আমরা কখনোই ভাবিনি শাস্তি এত কঠিন হবে।’

পূর্ববর্তী নিবন্ধনৌকায় ভোট দিতে বলছে পুলিশ: রিজভী
পরবর্তী নিবন্ধইমার্জিং কাপে পাকিস্তানকে বাংলাদেশের ধাক্কা