মৌলভীবাজারে জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

মৌলভীবাজারের পৃথক দুটি জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার একটি একতলা বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।

এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ছোঁড়ে এবং গুলি বর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। জবাবে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে।

এদিকে ভোর থেকে জঙ্গি আস্তানার আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড ও সদর উপজেলার সরকার বাজার এলাকার জঙ্গি আস্তানার আশপাশের ২ বর্গ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সূত্র জানায়, এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটি বাড়িই ভাড়া দেয়া হয়েছে। কোনোটিতে মালিকপক্ষের কেউ থাকেন না।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে চায় ভারত
পরবর্তী নিবন্ধজঙ্গি সন্দেহে কুমিল্লায় একটি বাড়ি ঘেরাও