প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি মামলার প্রতিবেদন ৭ মে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনার মামলার পুলিশ প্রতিবেদনের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত। মামলাটির তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুব আলম প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব নতুন করে এ দিন ধার্য করেন।

গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টের উদ্দেশে রওনা হয় বিমানটি।

ওই বিমানের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলা হওয়ার পেছনে নাশকতা ছিল কিনা, তা তদন্তে গত ২৮ নভেম্বর পাঁচ সদস্যর তদন্ত কমিটি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরও দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ২১ ডিসেম্বর ৯ জনকে আসামি করে মামলা ও আসামিদের বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতুরাগ নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধমেসির ‘অদ্ভুত’ নিষেধাজ্ঞা নিয়ে বাউজার প্রশ্ন