পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে পৌছেছেন। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এবং পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা তাকে স্বাগত জানান।
এরপর প্রধানমন্ত্রী ফরিদপুর সার্কিট হাউসে সালাম গ্রহণ করেন। সেখান থেকে তিনি স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে যান। সেখানে মধ্যাহ্ন ভোজের পর বেলা পৌনে ৩টায় প্রধানমন্ত্রী সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থলে যাবেন। সেখানে এক হাজার ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪২৫ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেল ৩টায় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে, ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছে বিভিন্ন স্তরের মানুষ। ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসতে শুরু করেছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।