মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ, গোলাগুলি

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের পৃথক দুটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ও গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার বড়হাট এলাকার দ্বিতল বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার একতলার বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী। এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল  জানান, ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে রাখার চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় বাহাদুরপুর গ্রামের একতলা বাড়ি থেকে জঙ্গিরা র্যাব-পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশ ও কয়েক রাউন্ড গুলি চালায়।

এদিকে পৌরসভার বড়হাটে দ্বিতল বাড়ি থেকেও জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়েছে।

তিনি বলেন, দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। আস্তানা দু’টিতে কড়া নিরাপত্তায় ঘেরাও করে রাখা হয়েছে।

ভোর রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘ডেবি’র আঘাতের পর বিপজ্জনক বন্যা সতর্কতা অস্ট্রেলিয়ায়
পরবর্তী নিবন্ধরাশিয়ার হাতে অবিশ্বাস্য গতির ক্ষেপণাস্ত্র