পপুলার২৪নিউজ ডেস্ক:
অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সহনির্মাতা অ্যান্ডি রুবিন বর্তমানে এসেনশিয়াল নামের একটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। প্রথমবারের মতো স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে এই প্রতিষ্ঠান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তারই কিছুটা আভাস দিলেন রুবিন। তিনি টুইটারে একটি টিজার ছবি প্রকাশ করেছেন।
ওই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও টিজার ছবি দেখে ধারণা করা যায়, এটি প্রায় বেজেল বা ধারহীন একটি ফোন হবে। এর পাশে একটি হার্ডওয়্যার বাটন থাকবে।
টুইটারে রুবিন লিখেছেন, ‘এটা কীভাবে তৈরি হচ্ছে, তা ভেবে আমি রোমাঞ্চিত। এটা আরও বেশি মানুষের হাতে পৌঁছে দিতে আগ্রহী।’
২০১৪ সালে গুগল ছেড়ে দেন রুবিন। অনেকটাই আড়ালে গড়ে তুলেছেন এসেনশিয়াল নামের এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তিনি নিয়োগ দিয়েছেন স্মার্টফোন নির্মাতা এইচটিসি গ্লোবালের কয়েকজন কর্মকর্তাকে।
বর্তমানে এসেনশিয়াল স্মার্টফোন ছাড়াও স্মার্ট হোম পণ্য তৈরিতে কাজ করছে। তথ্যসূত্র: বিজিআর, ব্লুমবার্গ।