হজ যাত্রীদের নিবন্ধন শুরু আজ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হজ প্যাকেজ-২০১৭ অনুযায়ী হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার। চলবে ৩০ মার্চ পর্যন্ত। এক সরকারি বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা সরকারি ব্যবস্থাপনা পবিত্র হজ পালন করতে চান তাদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত টাকা জমা দিতে বলা হয়েছে।

এছাড়া হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২-এর আওতাধীন হজযাত্রীদের যথাক্রমে তিন লাখ ৫৩ হাজার ৫০৮ টাকা এবং দুই লাখ ৯১ হাজার ৩৫৫ টাকা ঢাকায় সোনালী ব্যাংকের মতিঝিলের স্থানীয় শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাব নম্বর-০০০২৩৩০০৯০৮-এ জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ই-হজ ব্যবস্থাপনার সমন্বয়ের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ পাসপোর্ট স্ক্যান করে তাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্যাটরিনাতে আপত্তি নেই ইউলিয়ার
পরবর্তী নিবন্ধ১০ এপ্রিল খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ