পপুলার২৪নিউজ প্রতিবেদক :
পাকিস্তানে ঘুড়ি উড়ানোর দায়ে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের আইনের আওতায় নিয়েছে দেশটির পুলিশ। তথ্যসূত্র: জিও নিউজ
রোববার দেশটির লাহোরে এই ঘটনাটি ঘটেছে।
ঘুড়ি উড়ানো পাকিস্তানের আইন বিরোধী হওয়া সত্ত্বেও ঘুড়ি উড়িয়ে আইনের অবমাননা করার দায়ে ৩৫ জনকে আটক করা হয়। ৩০ টি মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে।
গত ৩ মাস ধরে পাকিস্তানে ঘুড়ি উড়ানো ও তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার।
পুলিশ জানায়, ঘুড়ি উড়ানোর বিরুদ্ধে রোববার লাহোরের বাঘবানপুরা, শালিমার, সান্ডা, ইসলামপুর, সাদ বাঘ, রেই উইন্ড এবং মিসরি শাহ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তারা এই ৩৫ জনকে আটক করে। সেই সঙ্গে বিপুল পরিমাণ ঘুড়ি, দড়ি ও ঘুড়ি তৈরির সামগ্রিও জব্দ করে পুলিশ।
পাকিস্তান পুলিশের ডিআইজি ড. হায়দার আশরাফ জানান, পাকিস্তানে ঘুড়ি উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। যারা ঘুড়ি উড়ানো ও বানানোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাবা-মা তাদের সন্তানদের এই ঘুড়ি উড়ানো থেকে বিরত রাখতে পদক্ষেপ নিতে হবে।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানি পুলিশ অভিযান চালিয়ে ঘুড়ি উড়ানো ও তৈরির সঙ্গে সম্পৃক্ত ১শ’ মানুষকে আটক করে। তাদের কাছ থেকে ৪ হাজার ঘুড়ি ও ঘুড়ি তৈরির সামগ্রি জব্দ করে পুলিশ।