পপুলার২৪নিউজ ডেস্ক:
চতুর্থ উইকেটে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং তার প্রিয়বন্ধু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যে ৬২ রানের জুটি গড়েছেন দুজন। হাফ সেঞ্চুরি পূরণ করে এখন তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৩৩ ওভারে ৩ উইকেটে ১৮২। তামিম ৮১ রানে এবং সাকিব ২০ রানে ব্যাট করছেন।
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ডাম্বুলায় শুরু থেকেই তিনি অস্বস্তিতে ভুগছিলেন বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ১৩ বলে ২ বাউন্ডারিতে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। সুরঙ্গা লাকমলের বলে দারুণ ক্যাচ নেন উইকেটকিপার দিনেশ চান্দিমাল। এরপর দারুণ জুটি গড়েন তামিম আর সাব্বির। দুজনই স্বভাবসুলভ মারকুটে ব্যাটিংয়ে লঙ্কান বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। একটা সময় ব্যাটিং দাপটে তামিমকে ছাড়িয়ে যান সাব্বির। অনেকটা ধীরেসুস্থে ব্যাটিং করতে দেখা যায় তামিমকে।
দলের স্কোর শতরান ছাড়ানোর পর ৪৮ বলে ৯ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন সাব্বির রহমান। এটাই তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। দলীয় ১১৯ রানে ৫৬ বলে ১০ বাউন্ডারিতে ৫৪ রান করে গুনারত্নের বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর অপরাজিত থাকা তামিম ইকবালের সঙ্গী হন মুশফিকুর রহিম। তিনিও টিকতে পারেননি। সান্দাকানের বলে ব্যক্তিগত ১ রানে সান্দাকানের বলে কট এন্ড বোল্ড হয়ে যান তিনি। তামিমের নতুন সঙ্গী হন তার প্রিয়বন্ধু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
স্বভাবিরুদ্ধ ব্যাটিং করে ৭৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল। তিন অংকে পৌঁছতে পারলে এটি হবে তার ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি।