পপুলার২৪নিউজ ডেস্ক:
টয়লেটে ফ্লাশ করা হয়নি কেন- এ নিয়ে ঝগড়া। এরপর হাতাহাতি। সেখান থেকে ছুরিকাঘাত। কর্নাটকের হোস্টেলে স্রেফ এই কারণে প্রাণ হারালেন এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। নিহত ছাত্রর নাম রোহিত। তিনি মাগাডি তালুকের সোলুর গ্রামের ছেলে ও ইস্ট ওয়েস্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, এ ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। রোহিত, রভীশ ও আরও কয়েকজন ছাত্র হোস্টেলের একই রুমে থাকতেন। রভীশ বিজয়নগরের গভর্নমেন্ট ফার্স্ট গ্রেড কলেজের প্রথম বর্ষের বিএ ছাত্র। ওই দিন রাত ১১টা নাগাদ রভীশ প্রচণ্ড নেশা করে ঘরে ঢোকেন, এসেই সোজা টয়লেটে চলে যান। কিন্তু টয়লেট ফ্লাশ না করেই বেরিয়ে আসেন তিনি। তখন রোহিত বলেন, টয়লেট ফ্লাশ করে আসতে, কারণ ঘরে দুর্গন্ধ আসছে।
রভীশ রাজি না হওয়ায় দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়া থেকে হাতাহাতি, তারপর ছুরির ঘা। রোহিতকে বাঁচাতে চেষ্টা করে অল্প আহত হন অমরেশ নামে আরো এক রুমমেট। এ সময় রোহিতকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রভীশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্র : এবিপি