পপুলার২৪নিউজ ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলের একটি মেট্রো স্টেশনের বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় রাতে ওই গুলিবর্ষণের পর অজ্ঞাত ওই বন্দুকধারী পালিয়ে যায় বলে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে।
স্থানীয় দৈনিক লা ফিগারো বলছে, গাড়িতে থাকা বন্দুকধারীর মাথায় হুড়ি ছিল।
প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘ব্যক্তিগত উত্তেজনাজনিত’ গুলিবর্ষণ বলেই মনে করছে পুলিশ। বন্দুকধারীকে খোঁজা হচ্ছে।
নেটওয়ার্ক নাইনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট অস্ট্রেলিয়া জানিয়েছে, এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হলেও প্রত্যক্ষদর্শীরা অন্তত ৫টি গুলির শব্দ শুনেছেন।
আহতদের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে দ্য সান। এদের মধ্যে ১৪ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীও আছে, তার পায়ে গুলি লেগেছে।