পপুলার২৪নিউজ ডেস্ক: চেচনিয়ায় রুশ সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ছয় সেনা নিহত হয়েছে।
ন্যাশনাল গার্ড অব রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোররাতে কুয়াশার আড়ালে ‘স্বশস্ত্র দুস্যরা’ চেচনিয়ার তাদের একটি ঘাঁটিতে হামলা চালায়।
“সেনারাও পাল্টা জবাব দেয়। বন্দুকযুদ্ধে ছয় সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।”
এ ঘটনায় ছয় হামলাকারী নিহত হয়েছে বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর চেচনিয়ার বিশেষ করে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রুশ সেনাদের দুইবার যুদ্ধ হয়েছে।
তবে চেচনিয়ায় এ ধরণের হামলা ঘটনা খুব একটা ঘটে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।