পপুলার২৪নিউজ প্রতিবেদক:
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ না করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ব্যাংক।
এ ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান আশা করছেন, তিন দিনের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন দিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল হক শুক্রবার সকালে আগুনের ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ওই জিডি করেন।
মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, জিডিতে আগুন লাগার ঘটনার বর্ণনা রয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বা কীভাবে আগুন লেগেছে তার উল্লেখ নেই।
ফায়ার সার্ভিসও এ আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না করে বলতে পারছে না।
ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আগুন ‘সাধারণত’ বৈদ্যুতিক গোলযোগের কারণে লাগে। বাংলাদেশ ব্যাংকে কীভাবে লেগেছে তা তদন্ত শেষে জানা যাবে।
“আগুন কীভাবে লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটি সাধারণত সাত কার্যদিবসের মধ্যে প্রকাশ করে। কিন্তু আমরা তিন কার্যদিবসের মধ্যেই তা প্রকাশ করার চেষ্টা করব।”
বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৩৪ মিনিটে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।