পপুলার২৪নিউজ প্রতিবেদন :
জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগে মুসা বিন শমসেরকে তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। বৃহস্পতিবার তার বরাবর পাঠানো এক চিঠিতে তাকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে তলব করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালকের পক্ষে মুসা বিন শমসেরকে চিঠি দেন সহকারী পরিচালক দিপা রানী হালদার। গত মঙ্গলবার ধানমন্ডির একটি বাড়ি থেকে মুসা বিন শমসেরের কালো রংয়ের রেঞ্জ রোভার গাড়িটি আটক করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য তদন্তের প্রয়োজনে তাকে তলব করা হয়েছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাকরাইলের সদর দফতরে হাজির হতে বলা হয়েছে তাকে। একইসঙ্গে গাড়িটি যার নামে ভোলার বি আরটিএ থেকে নিবন্ধন (নং- ভোলা-ঘ-১১-০০৩৫) নেওয়া হয়েছে, সেই ফারুকুজ্জামান চৌধুরীকেও একইদিন শুল্ক গোয়েন্দা অধিদফতরে হাজির থাকতে বলা হয়েছে।