পপুলার২৪নিউজ ডেস্ক :
ভারতের গঙ্গা ও যমুনা নদী দেশটির নাগরিকদের মতো অধিকার পাবে বলে রায় দিয়েছে উত্তরাখণ্ড রাজ্যের হাইকোর্ট। তথ্যসূত্র: এবিপি আনন্দ
গঙ্গার চারপাশে পাথর খনন নিয়ে একটি মামলার রায়ে সোমবার এই ঘোষণা দেয় আদালত।
রায়ে বলা হয়, ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেসব অধিকার রয়েছে তার সব কিছুই এই দুই নদীও পাবে।
আদালত বলেছে, গঙ্গার চারপাশে পাথর খনন চলছে। কলকারখানাগুলোও নদীর মধ্যে আবর্জনা ও রাসায়নিক ফেলছে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব কাজের কারণে গঙ্গার তীর দুর্বল হওয়ার পাশাপাশি বন্যার ঝুঁকি বেড়ে পার্শ্ববতী বাসিন্দারাও বিপদের মধ্যে রয়েছেন।
ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি ‘গঙ্গা প্রশাসন বোর্ড’ গঠন করে নদীটিকে পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করতে বলেছে আদালত।
জানা গেছে, পাথর খনন মামলায় শুক্রবার উত্তরাখণ্ড হাইকোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে গঙ্গা দূষণ ইস্যুতে তিরস্কার করে।
এরপর সোমবার আদালত গঙ্গা ও যমুনা নদীকে জীবন্ত আখ্যা দিয়ে একজন আইনসম্মত নাগরিকের যা যা মৌলিক অধিকার তার সবই এ দুই নদী পাবে বলে ঘোষণা করে।
তবে ভারতের আদালতে এই ঘোষণার আগে নদীকে প্রথমবারের মতো জীবন্ত আখ্যা দেয় নিউজিল্যান্ড। দেশটি ১৪৫ কিলোমিটার দীর্ঘ হোয়ানগানুই নদীকে এ আখ্যা দেয়।
এর আগে ২০০৭-৮ সালে প্রণীত সংবিধানে প্রকৃতির অধিকারকে স্বীকৃতি দেয়া হয়। সূত্র: এবিপি আনন্দ