পপুলার২৪নিউজ প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উন্নয়ন কাজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার একনেকের এক সভায় এ অর্থ বরাদ্দ দেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক মোল্লা আকবর হোসেন বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামে ২০০ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প একনেকে পাস হয়েছে।
তিনি জানান, এ অর্থ দিয়ে আবাসিক সমস্যা সমাধানে ছাত্রীদের জন্য চারতলা নতুন একটি হল, সৈয়দ মুজতবা আলী হল বর্ধিতকরণ এবং শিক্ষকদের কোয়ার্টার নির্মাণ করা হবে।
এছাড়া এ বরাদ্দকৃত অর্থে একাডেমিক ভবন সম্প্রসারণের প্রস্তাবনাও এর মধ্যে রয়েছে। একাডেমিক ভবনের মধ্যে ড. এম এ ওয়াজেদ আইআইসিটি ভবনের ৫ম থেকে ১০ম তলা, সামাজিক বিজ্ঞান ভবন (একাডেমিক ভবন-ডি)-এর নতুন একটি ব্লক, সেন্টার অব এক্সিলেন্সের নতুন বিল্ডিং, কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নতুন ওয়ার্কশপ এবং বিভিন্ন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য যন্ত্রপাতি কেনার অনুমোদন দেয়া হয়েছে। যন্ত্রপাতি বাবদ ৪১ কোটি টাকা দেয়া হয়েছে বলে জানান তিনি।