পপুলার২৪নিউজ ডেস্ক:টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনারদের তালিকায় সেরা পাঁচে নিজেকে তুলে এনেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের টনি লককে।
১৭০ উইকেট নিয়ে সাকিব শুরু করেছিরেন কলম্বো টেস্ট। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন দুটি। পরের ইনিংসে নিলেন চারটি। সাকিবের টেস্ট উইকেট এখন ১৭৬টি।
৪৯ টেস্টে ১৭৪ উইকেট নিয়ে এতদিন পাঁচে ছিলেন লক। সাকিব ছাড়িয়ে গেলেন ৪৯ টেস্টেই।
পাঁচ থেকে চারে উঠতে হলে অবশ্য অনেকটা পথ পাড়ি দিতে হবে সাকিবকে। ওপেরে থাকা চার জনই অনেকটা ওপরে!
২৬৬ উইকেট নিয়ে চারে ভারতের বিষেণ সিং বেদি। ২৯৭ উইকেট নিয়ে তিনে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড।
তিনশ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেটোরি থেমেছেন ৩৬২ উইকেটে।
সবার ওপরে রঙ্গনা হেরাথ। ৩৭০ উইকেট নিয়ে কলম্বো টেস্টের শেষ ইনিংস শুরু করছেন লঙ্কান বাঁহাতি স্পিনার।