একরামুল হত্যা মামলার আসামি মিনারের জামিন বাতিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে মিনার চৌধুরীর মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

গত বছরের ২৪ নভেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেন।

এই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৮ নভেম্বর এটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

গত ১২ মার্চ শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে এবং গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালক দগ্ধ হন।

এ ঘটনায় ওইদিন রাতে নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে প্রধান আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ছয় লাখ ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধখিলগাঁওয়ে নিহত যুবককে আসামি করে র‍্যাবের মামলা