পপুলার২৪নিউজ ডেস্ক:কলম্বো টেস্টের চতুর্থ দিনে দ্রুত উইকেট তুলে নিয়ে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেওয়াই হলো টাইগারদের লক্ষ্য। তৃতীয় দিন শেষে ৭৫ রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। শেষ সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই আঘাত হানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তরুণ মেহেদী মিরাজ। গোটা সিরিজ জুড়ে দারুণ বল করা মিরাজের ঘূর্ণিতে ফিরলেন উপুল থারাঙ্গা (২৬)।
আজকের দিনটা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিজেদের সেরাটা উজার করে দেওয়ার দিন। চতুর্থ দিনের উইকেট বোলারদের পক্ষে যাবে তা বলাই বাহুল্য। তাহলেই শততম টেস্টে ঐতিহাসিক জয় পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তৃতীয় দিনে সাকিব আল হাসানের রেকর্ড গড়া সেঞ্চুরি আর অভিষিক্ত তরুণ মোসাাদ্দেক হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৪৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ।