ওই স্কুলের কয়েকজন শিক্ষক ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে আহসান ওই স্কুলে ঢুকে শিক্ষিকা মিসফা সুলতানাকে লোহার শাবল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় শিক্ষিকা আত্মরক্ষার্থে দৌড়ে স্কুলের মাঠে চলে গেলে সেখানেও তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন আহসান। একপর্যায়ে দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাজিম উদ্দিনসহ স্কুলের অন্য শিক্ষক ও এলাকার লোকজন এগিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নাজিম উদ্দিন বলেন, ‘আমি পটিয়া যাওয়ার উদ্দেশে সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এ সময় চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করি। এ সময় আমার সঙ্গে অন্য শিক্ষক ও এলাকার লোকজন ছুটে আসেন।’
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হেনা আরা বেগম জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য মিসফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর দুই হাতই ভেঙে গেছে। এ ছাড়া শরীরের আরও কয়েকটি স্থান জখম হয়েছে।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিক্ষিকাকে পেটানোর কথা স্বীকার করেছেন। শাবলটি উদ্ধার করা হয়েছে।