পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। সোমবার ইউজিসি অডিটরিয়ামে ‘ডেভেলপিং এ কোর টীম ফর গাইডিং আইকিউএসি, কিউএ একটিভিটিজ এন্ড কারিকুলাম ডিজাইন’ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উচ্চশিক্ষার বিস্তার সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে উচ্চশিক্ষা স্তরে ৩ দশমিক ২ মিলিয়ন শিক্ষার্থী অধ্যায়ন করছে, যা ২০২৬ সালের মধ্যে ৪ দশমিক ১ মিলিয়নে উন্নীত হবে। তিনি আরো বলেন, শিক্ষায় বিনিয়োগ অন্য যেকোনো সেক্টরের তুলনায় সর্বদাই অর্থবহ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের মূল উদ্দেশ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে মানবসম্পদ সৃষ্টি করা। সম্প্রতি বাংলাদেশ সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য এক্রেডিটেশন কাউন্সিল আইন সংসদে পাস করেছে।
উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ্নেওয়াজ আলি, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।