ওয়ানডে দলে রিয়াদের না থাকার কোনো কারণ নেই: পাপন

পপুলার২৪নিউজ ডেস্ক:
বেশ কিছুদিন হল বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গুঞ্জন চলছিল। তাকে হয়তো দল থেকে বাদ দেয়া হবে। সেই গুঞ্জন সত্যি হল। রিয়াদকে বাংলাদেশের শততম টেস্ট দলের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে।

তাকে দেশে ফেরত পাঠানোর কথাও বলা হচ্ছে। এমন কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের-বিসিবি ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সুজন জানিয়েছিলেন, রিয়াদকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই তাকে দেশে ফেরত পাঠানো হবে। তবে ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য বিবেচনায় রয়েছেন রিয়াদ।

সুজনের এমন বক্তব্যে গুঞ্জন শুরু হয়, রিয়াদকে শ্রীলংকা সিরিজেই আর দেখা যাবে না। কেননা ইদানিং ফর্মটা ভালো যাচ্ছে না তার। সিরিজের মাঝপথে হঠাৎ তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তে এমন গুঞ্জন শুরু হয়।

তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ওয়ানডে ও টি২০ সিরিজের দলে রিয়াদের না থাকার কোনো কারণ নেই। দেশে ফেরার সিদ্ধান্ত তার ব্যক্তিগত।

পাপন বলেন, ছুটি কাটাতেই দেশে ফিরছেন রিয়াদ। ওয়ানডে সিরিজের আগে আবারও শ্রীলংকায় যাবে সে।

পূর্ববর্তী নিবন্ধসূচক ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে
পরবর্তী নিবন্ধঅশ্লীল ভিডিও রেখে ম্যাজিস্ট্রেটের ‘ফাঁদে’ দোকানী