পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বিচারক অনুপস্থিত থাকায় ফাঁসির রায়ে দণ্ডিত শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ চার ‘জঙ্গি’র মামলার রায় স্থগিত করা হয়েছে।
সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুন নাহার বেগম শিউলীর আদালতে আসামিদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের ৩টি মামলার রায় হওয়ার কথা ছিল।
কুমিল্লার অতিরিক্ত পিপি মো. আবু তাহের যুগান্তরকে জানান, বিচারক অনুপস্থিত থাকায় রায় স্থগিত করা হয়েছে। পরে রায়ের তারিখ জানানো হবে।
মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়া এই মামলাগুলোর অপর আসামিরা হলেন- আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৩ মার্চ র্যাবের ২ শতাধিক সদস্য বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুড়ি ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়।