পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নাটোরে আদালতকে উপেক্ষা করে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত কার্যকর করে একটি পরিবারকে সাতদিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
নাটোরের সহকারি জজ আদালতে নুরুল ইসলাম সরদার নামে এক ব্যক্তির জমি সংক্রান্ত একটি বাটোয়ারা মামলা বিচারাধীন। কিন্তু সে মামালার কোনো তোয়াক্কা না করেই তাড়াহুড়ো করে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের এক শালিসীর রায়ে নুরুল ইসলামের পরিবাটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এব্যাপারে নুরুল ইসলাম সরদার বাদী হয়ে নলডাঙ্গা থানায় এজাহার করলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, আরএস ১৮৭৬ খতিয়ান এবং আরএস ১২৭৮ দাগের মালিক সাহেদা বিবি, আলেকজান নেছা, মলেজান নেছা, আদল প্রাং, গোলজান বেওয়া এজমালীতে স্বত্ববান ছিলেন। এ অবস্থায় উপজেলার পূর্ব মাধনগর গ্রামের নুরুল ইসলাম সরদার ১৯৮৯ সালের ১৩ নভেম্বর আলেকজান নেছার কাছ থেকে পাঁচ শতক, সাহেদা বিবির কাছ থেকে দুই শতক ও গোলজান বেওয়ার ওয়ারিশ সদা মৃধার কাছ থেকে দেড় শতক জমি মিলিয়ে মোট সাড়ে আট শতক জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
পরে ওই জমির পূর্বের মালিক মৃত আদল প্রামানিকের ছেলে আজাহার আলী জমিটি তার দাবি করে জবর দখলের হুমকি-ধুমকি দেন।
ক্রয়সূত্রে মালিক নুরুল ইসলাম সরদার গত ২০১৪ সালে নাটোর সহকারি জজ আদালতে আদল প্রামানিককে বিবাদী করে মামলা করেন। বাটোয়ারা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আগামী ২৭ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
বাটোয়ারা মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় এ নিয়ে গত বছরের ২০ অক্টোবর আজাহার আলী মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ানের কাছে বিচার চেয়ে লিখিত আবেদন করেন।
এ বিষয়ে বাটোয়ারা মামলা আদালতে বিচারাধীন রয়েছে জেনেও মাধনগরের ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান তার পরিষদে গ্রাম্য আদালত বসিয়ে নুরুল ইসলামের পরিবারের অনুপস্থিতেই আজাহার আলীর পক্ষে এক তরফা রায় প্রদান করেন।
রায় পেয়ে গত ৪ মার্চ চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান ও পরিষদের চৌকিদার নিয়ে নুরুল ইসলামের বাড়ির বারান্দা ঘেষে টিনের বেড়া দিয়ে জমিটি দখলে নেন আজাহার আলী। এতে নুরুল ইসলাম পরিবারের বাড়ির আঙ্গিনা ও রান্না ঘর বেদখলে যাওয়ায় কার্যতঃ অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারের সদস্যরা।
এলাকাবাসী সাজ্জাদ হোসেন জানান, নুরুল ইসলামের পরিবার গত শনিবার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে ওই সুযোগে চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান ও তার লোকজন উপস্থিত থেকে নুরুল ইসলামের বাড়ির আঙ্গিনা ও বারান্দা ঘেষে বাঁশ এবং টিন দিয়ে শক্ত বেড়া দিয়ে দখলে নেয়।
জোর করে জমি দখলের কথা অস্বীকার করে আজাহার আলী জানান, তিনি কোনো জমি দখল করেননি তবে তার নিজের জমিই তিনি বুঝে নিয়েছেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে।
নুরুল ইসলামের নাটোর জজ কোর্টের আইনজীবী মৃনাল কান্তি বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নুরুল ইসলামের জমির বাটোয়ারা মামলা আদালতে বিচারাধীন। এ নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের রায় নিয়ে তা কার্যকর করা আদালত অবমাননারই সামিল।
মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান নুরুল ইসলামের পরিবারকে অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করে জানান, নুরুল ইসলাম বার বার আদালতে হেরে গিয়ে আপিল করে প্রতিপক্ষকে হয়রারি করছেন। আজাহার আলী গ্রাম্য আদালতে এ নিয়ে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গ্রাম্য আদালতের মাধ্যমে তাদের সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নেয়ামুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।