৫ উইকেট নিয়ে আজমলের চমক

পপুলার২৪নিউজ ডেস্ক:
একসময়ে ব্যাটসম্যানদের জন্য আতংক ছিলেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। তবে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়ে যেন হারিয়েই গেছেন আজমল।

বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেও দলে আর সুযোগ পান না আজমল। তবে বিভিন্ন দেশের টুর্নামেন্টে বল হাতে পারফর্ম করতে দেখা যায় আজমলকে।

হংকং লিগে মিসবাহ-উল-হকের দল হংকং আইল্যান্ড ইউনাইটেডের হযে খেলছেন এ ডান-হাতি অফব্রেক বোলার।

রোববার সিটি কাইটাকের বিপক্ষে দুর্দান্ত বল করেছেন আজমল। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে তার দল জয়ের মুখ দেখেনি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে আজমলের ঘূর্ণিতে ১৫৫ রানে অলআউট হয় সিটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে ক্রিস জর্ডানের ব্যাট থেকে। আজমল ৩২ রানের বিনিময়ে নেন ৫ উইকেট।

জবাব দিতে নেমে ১০৫ রানেই অলআউট হয় মিসবাহর আইল্যান্ড। আইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ইয়ান বেল। তাছাড়া ২৭ রান আসে মিসবাহর ব্যাট থেকে।

সিটির হয়ে ক্রিস জর্ডান, আইজাজ খান, রায়াট এমরিট প্রত্যেকেই ৩টি করে উইকেট লাভ করেন।

বল ও ব্যাট হাতে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার পান জর্ডান।

পূর্ববর্তী নিবন্ধরাখির ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে
পরবর্তী নিবন্ধবাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ভারতীয় গণমাধ্যমে হাস্যরস