একই ম্যাচে বাবা-ছেলের ফিফটি

পপুলার২৪নিউজ ডেস্ক:
একই ম্যাচে বাবা-ছেলের খেলার ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল। তবে এই বিরল ঘটনার সাক্ষী হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল এবং তার ছেলে তাগেনারায়ন চন্দরপল।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের চার দিনের ম্যাচে গায়ানার হয়ে খেলছেন বাপ-বেটা। ম্যাচে জামাইকার বিপক্ষে দু’জনেই ফিফটি করেন।

তবে বাবা শিবনারায়ন চন্দরপলের চেয়ে এগিয়ে ছেলে তাগেনারায়ন।

ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন তাগেনারায়ন। তিনি ১৩৫ বল মোকাবেলা করে ৫৮ রান করেন। তার ইনিংসটি ১টি ছক্কা ও ৫টি চারে সাজানো। ২০০ মিনিট ব্যাট করেন তাগেনারায়ন।

অন্যদিকে টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা শিবনারায়ন চন্দরপল করেন ৫৭ রান। ১৭৫ বলের তার ইনিংসটি ৪টি চারে সাজানো। ১৪৭ মিনিট ক্রিজে ছিলেন চন্দরপল।

পূর্ববর্তী নিবন্ধ৩০০০ বছর পর মিলল ফেরাউনের ভাস্কর্য
পরবর্তী নিবন্ধনাভিতে ২ ফোটা তেল, রোগমুক্তির যাদু!