পপুলার২৪নিউজ ডেস্ক:
পঞ্চম দিনের সকালটা দুঃস্বপ্ন হয়েই এসেছে বাংলাদেশের জন্য। ৬৭ রানের ওপেনিং জুটির পর মাত্র ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে মুশফিকুর রহিমের দল। ৫৩ রানে সৌম্য সরকার আউট হওয়ার পর একে একে ফিরেছেন মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। মুশফিকুর রহিমই এখন শেষ ভরসা। ২১ রানে অপরাজিত অধিনায়ক চেষ্টা করছেন লিটনকে নিয়ে প্রতিরোধ গড়ার। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৩।
শেষ দিনের প্রথম সেশনেরই এখন ঘণ্টা খানেক বাকি। অর্থাৎ বাংলাদেশকে শেষ ৫ উইকেট নিয়ে আড়াই সেশন ব্যাটিং করার চ্যালেঞ্জ নিতে হবে। না হলে আরও একটি টেস্ট পরাজয় অপেক্ষা করছে গলে।
পতনের শুরুটা আসেলা গুনারত্নের করা দিনের দ্বিতীয় বলেই। আউট হলেন সৌম্য সরকার। বলটি মিডল স্টাম্পে পড়ে সৌম্যর অফস্টাম্পে গিয়ে বেল ফেলে দিল। ৫৩ রানে ফিরেছেন সৌম্য। ৪৯ বলের ‘টি-টোয়েন্টি’সুলভ এই ইনিংসে সৌম্য মেরেছেন ৬টি চার ও একটি ছয়।
সৌম্যর বিদায়ের পর মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১৩ রান যোগ করেন তামিম ইকবাল। কিন্তু জুটিটাকে বড় করতে পারেননি। মুমিনুল ফিরেছেন ১৫ বলে ৫ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লু হয়ে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু বাঁচতে পারেননি। মুমিনুল আউট হওয়ার ১২ বল পরেই তামিমও শিকার পেরেরার। তাঁর বলে স্লিপে ক্যাচ নিয়েছেন গুনারত্নে। তামিম আউট হয়েছেন ১৯ রানে।
মুশফিকুর রহিমের সঙ্গে ২১ রান যোগ করেছিলেন সাকিব আল হাসান (৮)। কিন্তু রঙ্গনা হেরাথের বলে লেগ স্লিপে করুনারত্নের হাতে ধরা পড়েছেন সাকিব। হেরাথের এক বল পরেই এলবিডব্লু মাহমুদউল্লাহ। দিনের প্রথম ১৩ ওভারেই বাংলাদেশ তাঁর ব্যাটিংয়ের প্রায় সবটাই সমর্পণ করে দিল!
অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার চেয়ে কিন্তু লঙ্কান বোলারদের কৃতিত্বটাই বেশি। দুর্দান্ত বোলিং করছেন তাঁরা। এই বোলিংয়ের সামনে আরও ৮৩ ওভার ব্যাটিংয়ে টিকতে পারবে বাংলাদেশ?