ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একদিকে বৃষ্টি অপর দিকে মহাসড়কের বেহাল অবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজ শনিবার মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। যে কারণে যাত্রীদের পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

টাঙ্গাইল থেকে রাজধানী ঢাকায় যেতে ১০-১৫ ঘন্টা সময় ব্যয় হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় লাগছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী জনান, যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিকালে ফেসবুক ও ইউটিউবে লাইভ তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধনতুন অ্যাপ আনছে ফেসবুক