পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ব্যাঙ্গালোর টেস্টে হওয়া ডিআরএস বিতর্ককে আইসিসি যতই ধামাচাপা দিতে চাচ্ছিল ততই ভারতীয় শিবির থেকে সেটা উষ্কে দেয়ার চেষ্টা করা হয়। বুধবার আইসিসি জানিয়েছিল যে, তারা ডিআেএস বিতর্কেযুক্ত কোন খোলেয়ারসহ কোহলি ও স্মিথের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক অভিযোগ ও শুনানি করবে না।
আইসিসির এই সিদ্ধান্তে আরো বেশি হতাশ হয়ে ভারতীয় বোর্ড ডিআরএস বিতর্ক নিয়ে স্মিথের বিরুদ্ধে আইসিসি বরাবর আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেয়। বৃহস্পতিবার ভারতীয় বোর্ড সিইও রাহুল জোহরী আইসিসি বরাবর এই অভিযোগ জমা দেন। ভারতীয় বর্তমান ও সাবেক খেলোয়াররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে থাকে।
অসি শিবির ও চুপ ছিলনা। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ডেভিড সাকের কোহলির অভিযোগকে ‘উদ্ভট’ ও ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।
এদিকে এই অভিযোগ জমা দেয়ার কিছুক্ষন পর ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দুই বোর্ড সিইও একটি বৈঠকে বসেন। বৈঠক শেষেই যৌথ বিবৃতিতে অভিযোগ প্রত্যাহারের ঘোষনা দেয়া হয়।