চট্টগ্রামের পুলিশ নড়েচড়ে বসেছে

পপুলার২৪নিউজ প্রতিেবদক :

মিরসরাইয়ে নতুন করে জঙ্গি আস্তানার সন্ধান মেলার পর সতর্কতা বাড়িয়েছে চট্টগ্রামের পুলিশ। বিভিন্ন এলাকায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের পাশাপাশি এলাকায় এলাকায় ‘ব্লক রেইড’ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা।

গত ডিসেম্বরে র‌্যাবের অভিযানে কর্নেল হাট এলাকায় একটি হুজি আস্তানার সন্ধান মিললেও পুলিশ গত এক বছরে চট্টগ্রামে তেমন কোনো জঙ্গিবিরোধী অভিযান চালায়নি।

মিরসরাইয়ের ঘটনার পর এ অঞ্চলে নতুন কোনো জঙ্গি আস্তানা আছে কিনা তা জানতে গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশ সুপার জানান।

কুমিল্লার চান্দিনায় মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশির সময় পুলিশের দিকে বোমা ছোড়ে দুই জঙ্গি। পরে তাদের গুলি করে ও ধাওয়া দিয়ে আটক করা হয়।

দুই জঙ্গির মধ্যে মাহমুদুল হাসান নামের একজনকে নিয়ে ওই রাতেই মিরসরাইয়ের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।সেখান থেকে উদ্ধার করা হয় ২৯টি হাতবোমা, নয়টি চাপাতি, ২৮০ প্যাকেট বিয়ারিংয়ের বল এবং ৪০টি বিস্ফোরক জেল।

রিদওয়ান মঞ্জিল নামে দোতলা ওই বাড়ির মালিক পুলিশকে বলেছেন, ব্যবসায়ী পরিচয় দিয়ে মাহমুদুলই গত ফেব্রুয়ারির মাসে তার বাড়ির নিচ তলা ভাড়া নেন।

নব্য জেএমবির সদস্যরা ওই বাড়িতে বিস্ফোরক তৈরি করত বলে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ার কথা বলেছেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম।

চট্টগ্রামের পুলিশ সুপার মিনা বলেন, আগে থেকে নজরদারি থাকলেও সাম্প্রতিক ঘটনার পর সব থানাকে নতুন করে সতর্ক করেছেন তারা।

“এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে ব্লক রেইড চালাতে বলা হয়েছে।”

চট্টগ্রাম নগরীতেও পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বন্দরনগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে সাহা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে জেএমবি সদস্যদের সন্ধান পায় পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশ ওই বছরের ৬ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগরে একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশের উপর গ্রেনেড হামলার চেষ্টা করে চট্টগ্রামের নব্য জেএমবির ‘সেকেন্ড ইন কমান্ড’ জাবেদ। তিনি পরদিন গ্রেনেড বিস্ফোরণে মারা যান বলে পুলিশের ভাষ্য।

এর কিছুদিন পর নৌ বাহিনীর ঈশা খাঁ ঘাঁটির একটি মসজিদে বোমা হামলা হয়।

তদন্তের মধ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ভোরে হাটহাজারি উপজেলার আমান বাজারের একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে সেনা বাহিনীর পোশাক, স্নাইপার রাইফেল এবং গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধযুবক নিহতের জেরে জনতার হাতে পুলিশের গাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধসাতক্ষীরার একই পরিবারে চলছে শেকল বেঁধে ঝাড়ফুঁক