জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন ৯ এপ্রিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন নির্ধারণ করেন।

এর আগে ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওইদিন তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য ৯ মার্চ দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধআসামিদের ডাণ্ডাবেড়িসহ আদালতে: ব্যাখ্যা দিলেন জেল সুপার
পরবর্তী নিবন্ধঘুষের দায়ে বিচারের সম্মুখীন স্যামসাং প্রধান