সাঁওতালপল্লিতে আগুন দিয়েছেন এসআই ও কনস্টেবল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গাইবান্ধার সাঁওতালপল্লিতে আগুন দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল। এমন প্রতিবেদন আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, সাঁওতালপল্লিতে আগুন দিয়েছেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদনে ওই এসআই ও কনস্টেবলের নাম এসেছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছ।

গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সাঁওতালপল্লিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও কয়েকজন সাঁওতাল নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধখালেদার পুনঃতদন্তের আবেদন হাইকোর্টে খারিজ
পরবর্তী নিবন্ধআইএসবিরোধী লড়াইয়ে কুয়েত যাচ্ছে ১ হাজার মার্কিন সেনা