কর-কমিশনার হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীতে কর-কমিশনার আবু তাহের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরো ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন গাড়িচালক মো. নাসির, তার চার সহযোগী রাসেল তালুকদার, মো. রুস্তম, মো. আমির হোসেন ও সোহেল রানা।

এছাড়া মো. নুর আলম, মাসুদ মিয়াকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

হত্যাকাণ্ডে সহযোগিতা করায় ওই বাসার গৃহকর্মী মোছা. সেলিনা ও মোছা. নুরজাহানকে ২ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত।

২০১৫ সালের ২ মার্চ রাতে কর কমিশনার আবু তাহেরের রামপুরার বাসায় ডাকাতি করে গাড়িচালক নাসিরসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় আসামিরা আবু তাহেরের ডান হাতের কব্জির রগ কেটে দেয়। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

এঘটনায় ছেলে আরিফুল বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধওজন কমাতে জীবনযাত্রায় ৭টি পরিবর্তন আনুন
পরবর্তী নিবন্ধখাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন