পপুলার২৪নিউজ ডেস্ক:
অনেক সময় মেয়েদের অকালে চুল পড়ে যায়। মাথার উপরিভাগের চুল ও দু’পাশের চুল পাতলা হয়ে যায়।
প্রতিদিন ১০০ থেকে ১২৫টি চুল পড়ে স্বাভাবিকভাবেই। চুল পড়ে যাওয়া তখনই সমস্যা যখন দিনে ১২৫টির বেশি চুল পড়ে এবং সেই চুল আর গজায় না। পরিবারে চুল পড়ার সমস্যা থাকলে চুল পড়ার আশংকা বেশি থাকে।
বিশেষজ্ঞদের মতে, নারীর চুল পড়া এ রোগকে অ্যানড্রোজেনেটিক অ্যালোপিসিয়া বলে। এক-তৃতীয়াংশ নারীদের এ সমস্যা হয়।
চুল পড়ে যাওয়াকে দুই ভাগে ভাগ করা যায়। অ্যানাজেন ইফফ্লুডিয়াম ও টেলোজেন ইফফ্লুভিয়াম। নানারকম ওষুধ ও কেমোথেরাপির জন্য যখন চুল পড়ে তখন তাকে অ্যানাজেন ইফফ্লুডিয়াম বলে। চুলের ফলিকল যখন রেস্টিং স্টেজে যায় তখন তাকে টেলোজেন ইফফ্লুভিয়াম বলে। চুলের ফলিকল রেস্টিং স্টেজে যাওয়া মানে চুল আর বড় না হওয়া এবং এক সময় চুল ঝরে যাওয়া।
আসুন তাহলে জেনে নেয়া যাক নারীদের অকালে চুল পড়ে যাওয়ার কারণ;
* যে কোনো অপারেশনের পর, রক্তস্বল্পতা, ওজন কমে যাওয়া, হজমের সমস্যা দেখা দিলে নারীদের চুল পড়া শুরু করে।
* হরমোনের পরিবর্তনের সঙ্গে নারীদের চুল পড়ার সম্পর্ক আছে। গর্ভাবস্থায় কিংবা জন্মনিয়ন্ত্রণ পিল খেলে চুল পড়তে পারে। এছাড়া মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণেও চুল পড়ে যায়।
* অতি মাত্রায় ভিটামিন ‘এ’ গ্রহণ, উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ।
* ওজন কমানোর জন্য অতিরিক্ত ডায়েটিং অনেক সময় চুল পড়ার কারণ হতে পারে। নির্দিষ্ট ডায়েটের সঙ্গে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট খাওয়া প্রয়োজন।
* শারীরিক ও মানসিক চাপ খুব বেশি এবং দীর্ঘস্থায়ী হলে ছয় মাসের বেশি সময় ধরে চুল পড়তে পারে।