পপুলার২৪নিউজ প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, জেলা পরিষদগুলোর জন্য ১’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।
বুধবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।
মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলা পরিষদে দেড় কোটি টাকা করে সর্বমোট প্রায় ১’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। এসব বরাদ্দ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানরা তাদের নিজ এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।