মীরসরাই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড উদ্ধার

পপুলার২৪নিউজ ডেস্ক:
কুমিল্লার চান্দিনায় পুলিশের উপর বোমা হামলার পর আটক দুই জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার রাতে মীরসরাই পৌরসভার কলেজ রোডের রেদোয়ান মঞ্জিলে এ অভিযান চালানো হয়।

বুধবার সকালে সিটিটিসি ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলায় জঙ্গিরা যে ধরনের গ্রেনেড ব্যবহার করেছিল, হাতে তৈরি একই ধরনের গ্রেনেড পাওয়া গেছে মীরসরাইয়ের আস্তানায়। এসব গ্রেনেড ওই আস্তানা ভেতরে ধ্বংস করা হবে।

তবে অভিযানের সময় ওই আস্তানায় আর কাউকে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মান্নান।

তিনি বলেন, হ্যান্ড গ্রেনেডের পরিমাণ আমরা এখনও উল্লেখ করতে পারছি না। সেগুলো ধ্বংসের আগে আরেকবার গণনা করা হবে।

কুমিল্লা থেকে আটক জঙ্গিদের একজন জিজ্ঞাসাবাদে প্রথমে তাদের আস্তানা পটিয়া পৌরসভা এলাকায় বলে জানিয়েছিল। এর ভিত্তিতে রাতেই সিটিটিসি ইউনিটের একটি টিম পটিয়ায় অভিযান চালায়। তবে সেখানে আস্তানার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর জঙ্গিদের আবারও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মীরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এলাকায় রিদোয়ান মঞ্জিলে অভিযান চালায়। ওই বাসার দোতালায় আস্তানাটির সন্ধান পান সিটিটিসির সদস্যরা।

ভবনের মালিক মোহাম্মদ রিদোয়ান জানান, গত ফেব্রুয়ারি মাসে তার ভবনে দোতলায় ভাড়ায় উঠে এরা। তবে তাদের এ ধরনের কর্মকাণ্ড কখনো চোখে পড়েনি। ভাড়া দেয়ার সময় তিনি তাদের জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন, সেগুলো ভুয়া ছিল।

এর আগে মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় একটি চেকপোস্টে বাস তল্লাশির সময় পুলিশের ওপর হামলার পর সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করে পুলিশ। এরা হলেন- জসিম (৩০) ও হাসান (৩২)। এদের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়েছিল। আরেকজনকে বোমা নিয়ে ধানক্ষেত দিয়ে পালানোর সময় আটক হয়।

পূর্ববর্তী নিবন্ধছাত্রীদের পোশাক পরিবর্তনের সময় দরজা খোলা রাখার নির্দেশ!
পরবর্তী নিবন্ধবাড়িতেই বানান মজাদার হট চকলেট