খেলনায় ক্রিয়েটিভ হোক শিশুরা

পপুলার২৪নিউজ ডেস্ক:

সবার শৈশব কেটেছে খেলায় খেলায়। আর সেটা যেকোনো খেলাই হোক না কেন? এতেই যেন থাকে শিশুদের সব আনন্দ।

আর শিশুরা যদি নতুন কোনো খেলনা হাতে পায় তাহলে তাদের হাসি-আনন্দ বেড়ে যায় আরো বহুগুণ।

তবে খেলনা যে শুধুই শিশুর আনন্দ লাভের উপকরণ তা কিন্তু নয়, এতে শিশুর সৃজনশীলতা, ব্যক্তিত্ব, আচরণের বিকাশ ঘটে। তাই শিশুর খেলনা নির্বাচনে একটু গুরুত্ব দিতে হবে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ড. সাখাওয়াত আলম বলেন, শিশুদের উৎসাহ বাড়াতে খেলনা কিনে দিন। কারণ খেলনা শিশুকে ক্রিয়েটিভ করে তোলে। খেলনা কিনে দেয়ার সময় অবশ্যই বয়সের কথাটি মাথায় রাখবেন। সেই সঙ্গে শিশুর খেলনাটি যেন নিরাপদ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

* শিশুর বয়স ১-২ বছর হলে তাকে শক্ত প্লাস্টিকের বড় লেগো, নরম কাপড়ের তৈরি পুতুল, টেডি বিয়ার বা মিউজিক্যাল কোনো খেলনা দিতে পারেন।

* বয়স ৩-৪ হলে ড্রয়িং খাতা, রঙ পেনসিল, বড় আকারের গাড়ি বা পাজল দেয়া যেতে পারে।

* ৫-৬ বছর বয়সে বিল্ডিং বক্স, বোর্ড গেম, কার্ড গেম, পাজল গেম জাতীয় খেলনা দিতে পারেন। এতে শিশু সৃজনশীল চিন্তার সুযোগ পাবে।

* বয়স ৭-৮ হলে বাইসাইকেল, ফুটবল, ক্রিকেট উপযোগী সামগ্রী দিতে পারেন।

* শিশুর বয়স ৮-১২তে পৌঁছলে খেলাধুলা, অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং করা যেতে পারে। এতে শিশুর আগ্রহ বাড়ে।

এছাড়া শিশুর খেলনা নিয়ে আরো কিছু পরামর্শ নিম্নে দেয়া হলো;

* এক জায়গায় বসে খেলার চেয়ে শিশু যাতে ঘুরে ঘুরে খেলতে পারে এ রকম খেলনা কিনে দিন। এতে খেলার পাশাপাশি শিশুর শারীরিক বৃদ্ধিও ভালো হবে।

* খেলার পর শিশুকে খেলনা গুছিয়ে রাখতে বলুন। এতে শিশুর মধ্যে শৃংখলাবোধ গড়ে উঠবে।

* খেলনা যাতে শিশুর মুখের চেয়ে বড় হয় সেদিকে খেয়াল রাখুন। কারণ শিশুরা সহজেই খেলনা মুখে দেয়।

* শিশুরা খেলনা মুখে দেয়, তাই শিশুর খেলনা যেন টক্সিন ফ্রি হতে হবে।

* ব্যাটারিচালিত খেলনা থেকে তৈরি হওয়া শব্দ শিশুর কোমল মস্তিষ্কে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই এ ধরনের খেলনা শিশুদের দেয়া উচিত নয়।

* শিশুরা খেলনা পিস্তল পছন্দ করলেও তা কিনে না দেয়াই ভালো। এ সব খেলনা শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছে লিবিয়ায় প্রতারিত ২৭ শ্রমিক
পরবর্তী নিবন্ধনারীর ক্ষমতায়ন নয় বরং ক্ষমতা প্রদর্শনের সুযোগ দিতে হবে: শাহরুখ