পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ভারতের ইচ্ছা অনুযায়ী প্রতিরক্ষা নীতি গ্রহণ করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব সেনা-নৌ-বিমানবাহিনীসহ বিশাল নিরাপত্তা বাহিনী রয়েছে। তা সত্ত্বেও ভারতের ওপর নিরাপত্তার বিষয় ন্যস্ত করা মানে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার শামিল।
তিনি আরো বলেন, ‘কথা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী প্রতিরক্ষা নীতি যদি গ্রহণ করতে হয়, তাহলে এ দেশের স্বাধীনতা থাকবে না। এ ধরনের নানা প্রক্রিয়া ও তামাশার মধ্য দিয়ে আজ সিকিম ভারতের অঙ্গীভূত হয়ে গেছে। ’
তবে ভুটান অঙ্গীভূত না হলেও ভারতের একটি করদ বৃত্ত রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।